Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আজ রাতেই। এ প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। 

সোমবার (১৮ আগস্ট) ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, আজ রাতে ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও কয়েকজনকে নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে।  

ছাত্রদল সূত্র জানায়, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। তবে ক্যাম্পাসে তার পরিচিতি ও সাংগঠনিক অ্যাক্টিভিটিজ বিবেচনায় এ পদে প্রার্থিতার মনোনয়নে তাকেই বিবেচনা করা হতে পারে। 

এর বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু। 

এর আগে,গত ৮ আগস্ট সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডাকসুর প্রার্থীদের প্যানেল ঘোষণা করে। ঘোষিত এ প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে ঢাবির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

এদিকে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবিরও। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে শিবিরের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে ঢাবি শাখার মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী প্রার্থী হবেন।

বামজোটের প্যানেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক শীর্ষ তিন পদে লড়বেন বলে জানা গেছে।

ছাত্র অধিকার পরিষদের প্যানেলে আলোচনায় রয়েছেন, কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, রাকিবুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন। 

এর বাইরে, আলাদা আলাদা প্যানেল থেকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মোহাম্মদ খালিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম হল ছাত্র সংসদের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী শীর্ষ পদগুলোতে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।