Image description

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকার পরও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ মাস মেয়াদি আহবায়ক কমিটি গঠন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তফা শাহরিয়ার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম।

গতকাল শনিবার (১৬ আগস্ট) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ফেসবুক পেজে কেন্দ্রীয় আহবায়ক আলী আহসান জোনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মইন উদ্দিন, ইনামুল হক, হেলাল উদ্দিন ও তানজিলা খানম। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরকান উল্লাহ সরদার, মোতালেব হোসেন সোহান, মো. নোমান ও হুমায়রা ইসলাম। ২৬জন সদস্য, ৫জন আহ্বায়ক ও ৫জন যুগ্ম আহ্বায়ক নিয়ে সম্পূর্ণ কমিটি গঠন করা হয়।

এ কমিটি গঠনের বিষয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সদস্য সচিব মাইনুল ইসলাম বলেন, আপ বাংলাদেশ তরুণদের সম্ভাবনা উদ্দীপিত করতে, সমাজ উন্নয়নে অবদান রাখতে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানচর্চা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। সুতরাং ক্যাম্পাস এরিয়ায় ছাত্র-রাজনীতি করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালে ১১ আগস্ট  বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও সকল পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।