Image description

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় গণপিটুনিতে মো. তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার জানান, গেল রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় কিলার বাবু নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা তাকে ধোলাই দেন। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দিলে তিনি গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই ঘটনার সূত্রপাত হতে পারে।

আব্দুল নেসার আরও জানান, নিহতের বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শীর্ষনিউজ