
আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের দোয়া অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে। কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।