Image description

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে নানা আয়োজনের বদলে এবার ভিন্ন দৃশ্য দেখা গেছে। শুক্রবার সাউন্ড বক্সে ভারতীয় চলচ্চিত্রের ‘কিলার হাসিনা’ গান বাজানো হয় এবং ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হয়। ২০২২ সালে টি-সিরিজ থেকে প্রকাশিত এই গানটি গেয়েছেন অর্জুন কুমার ও তুলশী কুমার। এরপর একে একে ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’, পালিয়ে গেছে কাউয়া কাদেরসহ আরও কয়েকটি গান বাজানো হয়। তবে সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীর দেখা মেলেনি। পুলিশ আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিন জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ইউটিউবারদের অপেক্ষা করতে দেখা গেছে। নতুন করে কেউ গেলেই তাকে ঘীরে ধরেন তারা। এ সময় আগত ব্যক্তির স্বাক্ষাৎকার নিতেও দেয়া যায়। আওয়ামী লীগের কোন পরিচিত নেতা-কর্মীর দেখা পাননি তারা। এদিন শুক্রবার সকালে ৩২ নম্বরে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে আজিজুর নামে একজন গণপিটুনির শিকার হন। এছাড়া এক দম্পতিসহ আরও কয়েকজনকে কলার ধরা, চড়-থাপ্পড় ও হেনস্তা করা হয়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেছেন, আটককৃত কারোই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এসময় বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্য ও পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ৩২ নম্বর সড়কের দুইপাশে ব্যারিকেড বসানো হয়। তবে এসব ব্যারিকেডের ভেতরে কোনও সাধারণ মানুষ যেতে না পারলেও পুলিশের পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, গতকাল সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের দুই পাশে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অবস্থান নিয়েছেন। গুলশান ছাত্রদলের কর্মী তানজীব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে, সেজন্য আমরা এখানে আছি।

এদিকে, এর আগে, শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে জনরোষে গণধোলাইয়ের শিকার হয়েছেন আজিজুর নামের এক রিকশাচালক। ওই ফুলের তোড়ার ওপর লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। এছাড়াও এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দুই-এক জনকে মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে এখন পর্যন্ত আটক করেনি। শুক্রবার সকালে এক দম্পতিসহ চারজন ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এর মধ্যে সকাল সোয়া ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তখন তারা স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাকবিত-ার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। ওই দম্পতি পিরোজপুর থেকে এক মাস আগে ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার এক ব্যক্তি ভিডিওকলে কাউকে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি দেখাচ্ছিলেন। অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তিনজনকে উদ্ধার করে। পরে আরও একজনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ তাদের ছেড়ে দেয়।