Image description

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পৃথক গ্রুপে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদল। শুক্রবার (১৫ আগস্ট) ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে কেন্দ্রীয় মসজিদে এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের নেতৃত্বে শাহপরান হল মসজিদে পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে  অনন্য নাম, যিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি প্রমাণ করেছেন একজন নারীও জাতীয় নেতৃত্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি, আপসহীন মনোভাব এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান অমলিন। আমরা গর্ব করি যে, আমাদের প্রজন্ম একজন খালেদা জিয়াকে দেখেছে, যিনি সত্যিকারের জনগণের নেতা।’

সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘শাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৮০তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও অবিচল নেতৃত্ব এই দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে লড়ে গেছেন, যা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। শাবিপ্রবি ছাত্রদল তাঁর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে অঙ্গীকারবদ্ধ।’

শাহপরান হল মসজিদে অনুষ্ঠিত অন্য গ্রুপের দোয়া মাহফিলে সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, ‘আজকের মাহফিল শুধু একজন নেত্রীর জন্মদিন নয়, তাঁর সংগ্রামী জীবন, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ত্যাগকে স্মরণ করার মুহূর্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহস, সততা ও ন্যায়ের প্রতীক। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হলো সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহস ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় অবস্থান স্পষ্ট ও দৃঢ় রাখতে হবে। ঐক্যবদ্ধ ছাত্রদলই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত হবে। এই বিশ্বাসে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন।’

এ সময় কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আসরাফ উদ্দিন, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. মো. মুরাদ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মঞ্জুর উল হায়দার, অধ্যাপক ড. মো. আসরাফ সিদ্দিকি, অধ্যাপক ড. ইফতেখার আহমদসহ ছাত্রদলের শাবিপ্রবি শাখার সকল নেতৃবৃন্দ।