Image description

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম চালানোর অভিযোগে জাজিরা ও সদর উপজেলায় ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা ও সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটকরা হলেন—জাজিরার দক্ষিণ ডুবলদিয়া এলাকার আব্দুল মালেক মাদবরের ছেলে মোহাম্মদ শামীম মাদবর (২৭), মেহের আলী মুন্সী কান্দি এলাকার খালেক মুন্সীর ছেলে আসাদ মুন্সী (১৮), সদর উপজেলার কোয়ারপুর এলাকার মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির (২৮), আতাউর রহমান খানের ছেলে মামুন খান (২৬), আব্দুল মালেক বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারী (২৩) ও মজিবর রহমান খানের ছেলে মুন্না খান (২৫)।

এ ঘটনায় পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাজিরা শাখার দুই কর্মী শামীম মাদবর ও আসাদ মুন্সী মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। একই সময়ে সদর উপজেলার কোয়ারপুর এলাকায় চার কর্মীও একইভাবে মৃত্যুবার্ষিকী পালন ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিল বলে জানা গেছে। পরে পুলিশ তাদেরও গ্রেপ্তার করে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘আটকরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি। খুব শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।