Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদের তালিকা সম্বলিত একটি ব্যানার টানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে তালিকায় থাকা একটি নাম নিয়ে প্রশ্ন উঠেছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আহসান হাবীব তামিম।

অভিযোগ রয়েছে, তামিম ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে পোস্ট দিয়ে গেছেন। সহপাঠীরাও একই দাবি করেছেন। তারা বলেন, সহপাঠী হিসেবে আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। পরিবারের প্রতি পূর্ণ সহমর্মিতা জানাই। কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে, সে ছাত্রলীগ করত এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলটির পক্ষেই পোস্ট দিয়েছে।

 

তামিমের বাবা এক গণমাধ্যমকে বলেন, তামিম এই আন্দোলনের পক্ষেও ছিল না, সে ছাত্রলীগ করত। ১৯ জুলাই দুপুরে খাওয়ার পর বাসায় ঘুমাচ্ছিল। পরে শুনি, সে বন্ধুদের সঙ্গে আন্দোলন দেখতে গিয়েছিল। ফেরার পথে মিরপুরের শাহ আলী মার্কেটের পেছনে গুলিবিদ্ধ হয়।

 

এ বিষয়ে বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আমার জানা মতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদ ভাই। আপনি যেহেতু নির্দিষ্ট একজনের কথা বললেন, বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি এমন কিছু হয়ে থাকে, তবে সেটা অবশ্যই অনিচ্ছাকৃত ভুল।

 

প্রসঙ্গত, গত ১৯ জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আহসান হাবীব তামিম।