Image description

 ‎বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ থাকায় বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

‎‎গতকাল বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। যা আজ বৃহস্পতিবার জানা গেছে। 

‎দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন দেশত্যাগে নিষেধাজ্ঞা এ আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান সালমান এফ রহমানের পরিবারের সদস্য এবং অন্যান্যদের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ প্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।

প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, এম. শামসুর রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সঙ্গে সম্পৃক্ত। তিনি যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

শীর্ষনিউজ