Image description

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত তিন নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন দলটির রংপুরের নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে পার্টির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাপার বহিষ্কৃত সাবেক নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। তারা জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্য নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 
 

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, একটা দালাল চক্র, যার মধ্যে রয়েছে– রুহুল আমিন হাওলাদার, শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু। যারা কিনা গেল নির্বাচনে নিজেদের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে প্রচারণা চালিয়েছে, তারা এখন জাতীয় পার্টিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত। সেই সঙ্গে রংপুর বিভাগে এ দালাল চক্রকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। আমরা যেখানেই তাদের দেখতে পাবো, সেখানেই বাজপাখির মতো উড়ে গিয়ে রাজপথে এনে যা করা প্রয়োজন, সেটা করবো।

এনসিপি’র মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে মোস্তফা বলেন, যেখানে প্রধান উপদেষ্টা কয়েকবার বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেখানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী বলছেন– বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তারা কারা, তাদের কত শক্তি।

এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সাবেক জাপা নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুকে মীরজাফর উল্লেখ করে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।