
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের প্রীতিলতা হল শাখার সভাপতি হুমায়রা মারিওম হিমি ও নবাব ফয়জুন্নেসা হলে উম্মে হাবিবা বেলী সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। তবে পদ পাওয়ার বিষয়টি তাঁরা দুজনের কেউই জানতেন না বলে দাবি করেছেন। যদিও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি বলছেন, সদস্য ফরম পূরণের পর যাচাই করে তাদের পদ দেওয়া হয়েছে।
উন্মে হাবিবা বেলী বিশ্বিবদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী। আরহুমায়রা মারিওম হিমি পড়েন ইংরেজি বিভাগে। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী।
হুমায়রা মারিওম হিমি বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমার সিভি এক বন্ধুর মাধ্যমে অন্য বন্ধুকে দিয়ে তাদের কাছে পাঠাই। আমি পদ নেওয়ার ব্যাপারে জানতাম না। আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই। আমি ক্যাম্পাসে এখন অনুপস্থিত, তা সত্বেও আমাকে হল কমিটির সভাপতি করা হয়েছে।’
নবাব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বেলী বলেন, ‘আপু এসে আমাকে বলেন, হলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তারপর আমি বলি, হলের বিষয় হলে সমস্যা নেই। পরে একদিন আপু বলে, তোমার একটা ছবি দাও। কিন্তু আমাকে বলেনি ছাত্রদলের কমিটির জন্য ছবি নিয়েছে।’
তিনি বলেন, ‘এক ভাই আমাকে একদিন ফোন দিলে আমি বলি, কমিটিতে থাকতে চাই না। হঠাৎ করে কালকে দেখি আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমাকে না জানিয়েই পদ দেয়া হয়েছে।’ তার এ ধরনের বক্তব্যের ভিডিও বার্তাও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা গত রমজানে সদস্য ফরম বিতরণ করি, সেখানে তারা ফরম পূরণ করেছে। আমরা সেখান থেকে যাচাই-বাছাই করে তাদেরকে কমিটিতে রেখেছি। আমাদের কাছে তাদের পর্যাপ্ত ডকুমেন্ট রয়েছে।’