
পাবনার সুজানগর থেকে অপহৃত স্কুলছাত্রী কিশোরীকে রাজশাহীর চারঘাট থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের মূলহোতা রাব্বি নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহীর একটি টিম চারঘাট উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করে। গ্রেফতার রাব্বি পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আজ সোমবার (১১ আগস্ট) সকালে রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, উদ্ধার কিশোরী স্থানীয় একটি গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী। স্কুল যাওয়ার সময় তাকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিলো আসামি রাব্বি। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই স্কুলের সামনে থেকে কিশোরীকে জোর করে সিএনজিতে করে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুজানগর থানায় অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে রোববার ভোরে রাজশাহীর জেলার চারঘাট উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া থেকে অপহরণকারী মূলহোতা রাব্বিকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
শীর্ষনিউজ