Image description

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ ইমন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে ‘এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল খেলা শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল ইমন ও তার বন্ধুরা।

 

সন্ধ্যা ৬টার দিকে বাকশীমূল উত্তরপাড়া চৌমুহনী এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ইমনসহ অন্তত ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইমনের অবস্থার অবনতি হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন বুড়িচং সদর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের সফিউল্লাহর ছেলে এবং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় একই এলাকার যুবক শাহীন খানও গুরুতর আহত হয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।