Image description

অভ্যুত্থান-পরবর্তী সময়ে ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও নতুন হল কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার বিকালে রোকেয়া হলে একযোগে ঘোষিত ১৮টি হল কমিটির মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে রোকেয়া হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

 

এ সময় বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আতিকা গেছে যে পথে, তোরা যাবি সেই পথে’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ও ‘আতিকার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ মতো স্লোগান দেন।

ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তি থাকায় বিতর্ক আরও বেড়েছে। অনেকে বলছেন, এটি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

এর আগে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশও করা হয়। বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামিম হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে শিক্ষার্থীরা ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে হলে হলে ছাত্ররাজনীতির পুনরুদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন।