Image description

গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবে ঘটে যায় অনেক ঘটনা। এসব ঘটনার অনেক কিছুই প্রকাশ্যে এলেও সামনে আসনি অনেক বিষয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমনই একটি ছবি যা গত বছরের ২৩ জুলাই গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোটার্স ইউনিটে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়কার ছিল। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নাহিদ ইসলাম। 

ফেসবুক পোস্টে ছবিটি সেই ছবিটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, ‘২৩ জুলাই, ২০২৪, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোটার্স ইউনিটে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়। সাথে নাসির ভাই। যেই সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল। (ছবিটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যিনি তুলেছেন এবং আপলোড দিয়েছেন তাকে ধন্যবাদ)।’

নাহিদ ইসলামের শেয়ার করা পোস্টের কমেন্টের ঘরে মহিবুল্লাহ সিফাত লেখেন, ‘আহ! জুলাইয়ের সেই দিনগুলো। আপনিসহ বেশ কয়েকজনরে নিয়ে খুব ভয়ে থাকতাম।’ রাহাত ইসলাম নামে আরেকজন লেখেন, ‘আপনার আপনাদের অবদান আমরা চিরজীবন স্বরনে রাখবো। জুলুমের শিকল ভেঙ্গে মাজলুম জাতীকে মুক্তির দিশারি আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা।’

‘অনেকেই নাসির ভাইয়ের অবদান নিয়া প্রশ্ন তোলে, তারা দেখুক নাসিরউদ্দিন পাটোয়ারী কে! দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা।’ বলে মন্তব্য করেছেন আবু বকর সিদ্দিক নামে একজন।