Image description

ঢাকা কলেজের সীমানা প্রচীরের দেয়াল ও সংলগ্ন গেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা সম্বলিত পোস্টারে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বিকৃত ছবি উপস্থাপন করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের ওপর ক্ষুব্ধ কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ভুগছেন নিরাপত্তাহীনতায়। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দিবাগত রাতে কলেজ ক্যাম্পাসে এ পোস্টার লাগানো হয়। এর আগে বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ঢাকা কলেজ ছাত্রলীগের উদ্যোগে দেয়ালে দেয়ালে ক্যাম্পেইন’ শিরোনামে ধানমন্ডি-১ সংলগ্ন বিভিন্ন স্থানে পোস্টারিংয়ের ছবি স্ট্যাটাস দেওয়া হয়। 

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজ থেকে নেতৃত্বদানকারী শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এভাবে পোস্টার লাগানোকে আমরা হুমকি হিসেবে দেখতেছি। এখানে কলেজ প্রশাসনের দায়িত্বহীনতা মূল কারণ হিসেবে দায়ী। এর পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের জন্য একটা ব্যর্থতা। আন্দোলনের সময় ছাত্রলীগদের সহায়তাকারী শিক্ষকরা বহাল তবিয়াতে আছেন। কলেজ প্রশাসন থেকে হামলাকারী ছাত্রলীগদের কোন তালিকা বা তদন্ত কোন কিছুই করে নাই। এর আগে মেইনগেটে ছাত্রলীগ পোস্টার লাগিয়ে গেছে,  জুলাইয়ের দেওয়ালিকা নষ্ট করেছে। সেসময় কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলও আওয়ামী লীগের পরিবারের সদস্যদের পুনর্বাসন করছে। তারাও ছাত্রলীগের খোলস পাল্টে নতুন রূপধারণ করছে, বাহিরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতা করছে।

ঢাকা কলেজের আরেক মোঃ সাকিব আল হাসান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসে আনাগোনা দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ঢাকা কলেজ ছাত্র লীগ কর্মীদের। গতকাল রাতে তারা পোস্টার টাঙিয়েছে। কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করছি কিন্তু তারা এখন অবধি ন্যূনতম কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।  ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।  এছাড়াও যে-সব শিক্ষক জুলাই আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের খিচুড়ি খাইয়েছে, আশ্রয় দিয়েছে,চিকিৎসা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকা পালন করছে তারাও স্বপদে বহাল রয়েছে।  এ বিষয়ে আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মুহম্মদ ইমরান নাজীর নামে এক শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দূর থেকে এসে  এতো রাতে কলেজের ২য় গেইটে পোস্টার লাগানো টা সম্ভব না, নিশ্চয় হল থেকে কেউ করছে এ জঘন্য কাজ। আর না হয় এটা সিউর যে, হলে ছাত্রলীগের সোর্স আছে, যারা ইনফরমেশন দেয় নিষিদ্ধ লীগকে। আর তাদের সহযোগিতায় লীগ আজ এ কুকর্ম করছে।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, কলেজের ভেতর থেকে কেউ করেছে নাকি বাহিরে থেকে করেছে এ ব্যাপারে আমাদের খতিয়ে দেখতে হবে। যেখানে পোস্টার লাগানো হয়েছে সেখানে সিসিটিভি আছে কিনা আমি নিশ্চিত নয়। খোঁজ খবর নিয়ে সিসিটিভি ফুটেজ পেলে শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।