Image description
 

জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। এতে নারী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন তরুণ নেতা আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় নেতারা।

মিছিলপূর্ব সমাবেশে গোলাম মো. সিরাজ বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, তারেক রহমান দেশকে মায়ের মতো ভালোবাসেন। তার নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়তে চাই। আমি দৃঢভাবে বিশ্বাস করি, বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে।

একই সময়ে পৌর বিএনপি আলাদাভাবে আরেকটি বিজয় মিছিল বের করে, যার নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা। এতে ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।