Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত কর্মসূচি সম্পর্কে দ্য ডেইলি স্টার-এর বাংলা ও ইংরেজি সংস্করণ ও আজকের পত্রিকার প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ৬ আগস্ট একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে জানায় যে, তাদের কর্মসূচি ‘৩৬ জুলাই : আমরা থামব না’ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। তারা আরো জানায়, অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু অনুরোধ করা হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তারা তা সুষ্ঠুভাবে অনুসরণ করে।

প্রতিবাদলিপিতে শিবির দাবি করে, প্রক্টর অফিস বা প্রশাসনের পক্ষ থেকে তাদের কার্যক্রম স্থগিত করার বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করা হয়নি।

সুতরাং, ‘নিষেধাজ্ঞা অমান্য’ করার কোনো প্রশ্নই আসে না।

তারা এই প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট’ বলে উল্লেখ করে। তাদের মতে এই ধরনের রিপোর্টের মাধ্যমে একটি স্বনামধন্য সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে এবং সাংবাদিকতার নৈতিকতাকে উপেক্ষা করা হয়েছে। শিবির আশা করে, দ্য ডেইলি স্টার ও আজকের পত্রিকা কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরবে এবং প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করবে।