Image description

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ইউনিটটি সকাল ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।