Image description

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতির পদধ্বনি শোনা যাচ্ছে। তবে তিনি এও লিখেছেন, জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। সালাহউদ্দিনের এই কথার আংশিক সত্যতা মিলেছে। 

সোমবার রাত ১০টার পর আর তথ্য উপদেষ্টার ফেসবুক প্রোফাইলে ওই পোস্টটি দেখা যায়নি। পোস্টটি সম্পূর্ণ মুছে না ফেললেও মাহফুজ আলম ‘পাবলিক’ পোস্টটিকে তিনি ‘ফ্রেন্ডস ওনলি’ করে দিয়েছেন। ফলে পোস্টটি আর  সাধারণ ব্যবহারকারীরা এখন আর তা দেখতে পাচ্ছেন না।

মাহফুজ আলম সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই পোস্টটি করেন। এতে তিনি ২০০৬-০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার পরিস্থিতির ইঙ্গিত দেন। ওই সময় রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন ড. ফখরুদ্দীন আহমেদ, যা 'ওয়ান ইলেভেন' নামে পরিচিত।

মাহফুজ আলমের এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য এড়িয়ে গেছেন।