Image description

দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে জন্য হোক। এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতাকর্মী আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

রোববার রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

som4

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তি বাংলাদেশ তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সঙ্গে আছে। আগামীতেও থাকবে।

গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। এসময় হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা।

 

satrodol3

 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না।

তারেক রহমান বলেন, সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একাধিক ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ছাড়াও অন্তত দুই ভাষা শিক্ষার সুযোগ রাখার পরিকল্পনা জানান তিনি।

আসন্ন নির্বাচন সামনে। হারানো ভোটাধিকার ফেরে পাওয়ার বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।