Image description

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্রে ঘাটতি থাকায় নির্বাচন কমিশনে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজই ঘাটতি কাগজ জমা দেওয়ার শেষ দিন।

দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টায় নির্বাচন ভবনে যান।

প্রতিনিধিদলে আরও আছেন দলের দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধিদল।

গত জুনে এনসিপি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথি ট্রাকে করে ইসিতে জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ইসি সূত্রে জানা যায়, এনসিপিসহ আরও ১৪৩টি দলের নথিপত্রে ঘাটতি রয়েছে।

নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে এনসিপিকে ছয়টি বিষয়ে ঘাটতি বা ত্রুটি পূরণে নির্দেশ দেয় ইসি। এসবের মধ্যে রয়েছে: সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া সংক্রান্ত চুক্তিপত্র, ২৫টি উপজেলার সদস্য তালিকা, দলের তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান-বিরোধী নয়-এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।