
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব দেশ বিপ্লবের পর দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারেনি, তারা গৃহযুদ্ধ ও বিভক্তির দিকে গেছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করা জরুরি। যেসব দেশ দ্রুত নির্বাচনে ফিরেছে, তারা উন্নয়নের পথে এগিয়েছে।
শেখ হাসিনার বিদেশে অবস্থানকালে মানুষের মনে যে আশা তৈরি হয়েছে, তা যদি ধরে রাখা না যায়, তবে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ অন্ধকার হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি রাজনৈতিক সংস্কৃতি বদলের ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ চায় সহনশীল, সম্মানজনক রাজনীতি। মতভেদ থাকলেও মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কেবল সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই বেশি কার্যকর হবে।
ঐক্যের বিষয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও সবাইকে একত্রে কাজ করতে হবে। মানবাধিকার ও জীবনমানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া উচিত নয়।
৫ আগস্টের ঘটনার পর অনৈক্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোথাও কোনো অনৈক্য দেখছি না।
শীর্ষনিউজ/