
ভারতের বিমানবন্দরে কাচের দেয়াল ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল নারায়ণগঞ্জের বাসিন্দা। ঘটনার দিন বিকেলে ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছান। তার ঢাকাগামী সংযোগকারী ফ্লাইটে ওঠার কথা ছিল। তাই তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে অপেক্ষা করছিলেন।
আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুল হঠাৎ টার্মিনালের কাচের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাকে আটক করা হয়।
কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কয়েকটি অসঙ্গত মন্তব্য করেন বলে জানা গেছে। যা তার মানসিক অবস্থা এবং উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ জাগিয়ে তোলে।
পরে নিরাপত্তা কর্মীরা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। সেই সন্ধ্যায় বিধান নগর পুলিশ অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আশরাফুল সিঙ্গাপুরে বসবাস এবং সেখানে কাজ করেন। তার ওই কাণ্ডের কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।