Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হবে।

আজ শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এ সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

এর আগে এক সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’