
জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের বৈঠক পর্যন্ত প্রায় শতভাগ প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। শেষ দিনের বৈঠক শেষে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে ৮২৬টি সুপারিশ ছিলো। আমরা সেখানে ৫১টিতে একমত হইনি। বাকিগুলোতে একমত হয়েছি। এর মাধ্যমে জাতিকে বলতে চাই, আমরা ঐকমত্যের পক্ষে। সালাহ উদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বড় কোনো বিষয়ে আমাদের দ্বিমত নেই। আমরা শতভাগের মতো বিষয়ে একমত হয়েছি।
জুলাই সনদের আইনী ভিত্তির বিষয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। তবে, এটি বাস্তবায়নের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এটা আইনের চেয়েও বড়। জনগণের সার্বভৌম ইচ্ছের উপর বড় কোনো আইনি ভিত্তি নেই। জুলাই সনদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যাবে, সুতরাং এটা নিয়ে পরে কেউ বিপক্ষে যাওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে মূলনীতি ছিল তা আমরা চাই। এর সাথে আমরা সাম্য, মানবিক মর্যাদা,সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো বহাল রাখার পক্ষে।