Image description

পতিত আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনে চুক্তি করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনে চুক্তি করে নিয়ে গেছে। এইসব চুক্তির সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ উপস্থিত থাকত না। আগে এসব শোনা গেলেও এখন বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বিগত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদি সরকারের কাছে। যারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল। আমরা কখনো ভাবিনি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। গুম, খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল এই বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ তরুণরাই দিয়েছে। ছাত্র-জনতার এই অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না।’

জুলাই জাতির জন্য একটি বিশেষ মাস উল্লেখ করে তিনি বলেন, ‘এই মাসে আমদের জাতি হিসেবে পুর্নজন্ম হয়েছে। শুধু কোটার জন্য আন্দোলন হয়নি। একটি নির্দিষ্ট বয়ান ও অচলায়তনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ফলে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা উম্মোচিত হয়েছে। এদেশের নাগরিক তার অধিকার ফিরে পেয়েছে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের এক বছরে নানা রকম হতাশা আছে। আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করব। বিগত ১৭ বছরে দলীয় নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে ধংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের নেতার মাধ্যমে পরিচালিত না হয়ে যেন নিজের বিবেককে কাজে লাগায়। ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা থাকলেও ক্যাম্পাসে শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। দেশের মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত করা হচ্ছে। শিক্ষার্থীদের নির্ভুল বই সরবরাহ করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসার চেষ্টা চলছে।’

বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ৬টি অনুষদে নতুন ভর্তি হওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মো সামিউল আলম তালুকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম মাহবুব ই ইলাহি। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠাপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।