
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আবদুল মান্নান লস্কর। তিনি জেলার মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি ও ছেঙ্গারচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার ওসি রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি নেতা মান্নান ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে। মান্নানের বিরুদ্ধে মামলাটি করেছেন গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ। তার বাড়ি উপজেলার ঠাকুরচর এলাকায়। তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী।
উপজেলা ও জেলা বিএনপিরও সদস্য বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। তিনি বলেন, মান্নানকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা বিচারাধীন আছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি জেলা বিএনপিরও সদস্য হওয়ায় তাদের দায়িত্ব আছে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমাদের দল কোনো সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না।
এর আগে সোমবার রাতে নিজ এলাকা থেকে বিএনপি নেতা মান্নানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ওসি মজিবুর রহমান বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি রবিউল হক বলেন, কয়েক দিন আগে উপজেলার ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মান্নানের বিরুদ্ধে সোমবার স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ মারামারি ও চাঁদাবাজি এবং হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেন। মামলার পর ডিবি পুলিশের সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে ছেংগারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মান্নানকে গ্রেপ্তারে বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা ওই নেতার মুক্তির দাবিতে সোমবার রাতেই উপজেলার ছেঙ্গারচর বাজার এলাকায় বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও ছেঙ্গারচর পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আবদুল মান্নানকে বহিষ্কার
চাঁদাবাজী, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন গাজী, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আবদুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।