Image description

নবীনরা কেন ছাত্রদলের রাজনীতি করবেন, তার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেছেন, আপনারা যারা তরুণ রাজনীতি করেন কিংবা নতুন করে রাজনীতিতে আসছেন তারা কেন ছাত্রদল করবেন? কারণ ছাত্রদল এমন একজন ব্যক্তির হাতে গড়া দল যার জীবদ্দশায় তিনি কখনো দুর্নীতি করেননি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেননি।  

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা কলেজে শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রজনতার জাগরণের জুলাই শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আল আমিন বলেন, আপনারা যারা নতুন রাজনীতি করছেন এবং করবেন বলে ঠিক করেছে তাদের জন্য বলছি আপনি অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা পড়বেন। ১৯ দফা পড়লেই আপনি বুঝতে পারবেন কেনো আমি এই মহান ব্যক্তির হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য আপনাকে অনুপ্রেরণিত করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই আন্দোলনে রাজপথ সক্রিয়ভাবে দখল করে নেয় ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাদের সর্বোচ্চ দিয়ে রাজপথ দখল করে রেখেছিলেন। ঢাকা শহরের প্রত্যেক অলিতে গলিতে ঢাকা কলেজের ছাত্রদলের নেতা কর্মীদের নিজের তাজা রক্ত দিয়ে রাজপথ দখল করতে দেখেছি। ফ্যাসিস্ট পতনে ঢাকা কলেজ ছাত্রদলের ভূমিকা অতুলনীয়।

সভার সভাপতিত্ব করেন ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক মো. পিয়াল হাসান ও সঞ্চালনায় ছিলেন ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মো. মিল্লাত হোসেন।