
গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে ঐতিহাসিক রাজবাড়ি মাঠ ফাঁকা থাকা সত্ত্বেও ব্যস্ততম সড়কে রাজনৈতিক সমাবেশ করে সমালোচনার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই সড়কের বিভিন্ন অংশ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
সমাবেশের প্রস্তুতির কারণে রাজবাড়ি মোড়সহ আশপাশের এলাকায় বিকাল থেকেই তীব্র যানজট তৈরি হয়। এতে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা মো. নূরে আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাশেই এত বড় মাঠ ফাঁকা পড়ে আছে, তবুও কেন রাস্তায় সমাবেশ করতে হবে? এটা কি জনস্বার্থের কথা না ভেবে জনগণকে কষ্ট দেওয়ার আয়োজন নয়?’
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, বেশি প্রচার ও নজর কাড়তেই আয়োজকরা সড়ককে সমাবেশস্থল হিসেবে বেছে নিয়েছেন।
রাজবাড়ি মাঠ গাজীপুরের একটি ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে। তাই এই মাঠ ছেড়ে সড়কে সমাবেশ করার সিদ্ধান্তকে অনেকেই ‘অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক এডভোকেট আলী নাসের দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ‘আমরা পথসভা করেছি। রাজনৈতিক পথসভায় জনগণের কিছুটা অসুবিধা হয়, এ জন্য আমরা ফেসবুকসহ সব প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করেছি। জেলা প্রশাসকের অনুমতি নিয়েই সভা করেছি। সভাস্থলের সড়ক ছাড়াও দুই পাশ দিয়ে বিকল্প রাস্তা ছিল, যেখানে সুশৃঙ্খলভাবে মানুষ চলাচল করতে পেরেছেন। তবুও সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’