Image description

ছারছীনা দরবার শরীফে পীর সাহেব হয়রত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পীরের কাছে পৌঁছে দেন বলে জানান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য রাজধানীর বনানীর দরবার শরীফে যান। তিনি পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একান্তে কথা বলেন।

সাক্ষাতের পরে উপস্থিত সাংবাদিকদের কাছে সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের দরবারে গিয়েছেন, দেখা করেছেন ও দোয়া নিয়েছেন। এখানে কোনো রাজনীতি নেই। আমিও হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসেছি, উনার দোয়া নিতে এসেছি এটুকুই।

ছারছীনার পীর সাহেব বলতে মূলত ছারছীনা দরবার শরীফের পীরদের বোঝানো হয়। বর্তমানে ছারছীনা দরবার শরীফের পীর হলেন হয়রত শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইন। এর আগে এই দরবারের পীর ছিলেন হয়রত শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ, যিনি ২০২০ সাল পর্যন্ত এই পদে ছিলেন। তার আগে ছিলেন হয়রত আবু জাফর মোহাম্মদ সালেহ এবং তারও আগে হযরত নেছারউদ্দীন আহমদ।

শীর্ষনিউজ