Image description

যথাযথ প্রক্রিয়ায় আলোচনা না করে ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া প্রকাশ করাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপের বিরতিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

তিনি বলেন, 'আমরা স্পষ্টভাবে বলেছি সংলাপের মাধ্যমে কোনো বিষয়ে ঐকমত্য তৈরি হলে নির্বাচনের আগে সেগুলোকে একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আসন্ন নির্বাচন অবশ্যই সেই আইনি ভিত্তির ওপর হতে হবে।'

তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে তিনি মৌখিকভাবে এ অবস্থান জানিয়েছেন, তবে প্রয়োজনে লিখিতভাবে তা জমা দিতে প্রস্তুত দলটি।

আলোচনা ছাড়াই 'জুলাই সনদে'র খসড়া প্রকাশের জন্য ঐকমত্য কমিশনের সমালোচনা করে রাসিন বলেন, 'আমরা এর তীব্র বিরোধিতা করছি। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কখনো আলোচনা হয়নি এবং হঠাৎ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এটি অগ্রহণযোগ্য।'

তিনি বলেছেন, 'ফ্যাসিবাদী কাঠামো' ভেঙে ফেলতে অপরিহার্য বিবেচিত মূল সংস্কারগুলো আইনগতভাবে নিশ্চিত করা না হলে, এনসিপি জুলাই সনদে সই করার বিষয়টি পুনর্বিবেচনা করবে।

এই এনসিপি নেতা বলেন, 'আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত চাই। একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।'