Image description
সংবাদ সম্মেলন করছেন সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সানিফ

টুডে ডেস্ক:

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর ছাত্রদল শাখার নবগঠিত কমিটি নিয়ে চাঞ্চল্যকর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই কমিটির একাধিক নেতা পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা অভিযোগ করেন, নবনিযুক্ত সাধারণ সম্পাদক একজন সাবেক ছাত্রলীগ নেতা। এই তথ্য সামনে আসার পর থেকেই কমিটি নিয়ে প্রশ্ন দেখা দেয়। কেন্দ্রীয় ছাত্রদল পদত্যাগকারী সদস্যদের দল থেকে বহিষ্কার করে এবং একইসাথে সাবেক আহ্বায়ককে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে শোকজ নোটিশ জারি করে।

ঘটনার নাটকীয় মোড় নেয় আজকের (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শাখা সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, যেসব নেতারা পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে বহিষ্কৃত হয়েছেন, তারাই মূলত একটি বটবাহিনী চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

তিনি দাবি করেন, ‘ছাত্রলীগ’ পরিচয়ের অভিযোগ তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। বরং বহিষ্কৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বয়ংক্রিয় ফেক আইডি ও বটের মাধ্যমে তাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত।

পুরো ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ ছাত্ররাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।