Image description

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) ছাত্রদলের সদ্য ঘোষিত ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রথম দিনেই পদত্যাগ করেছেন দুই শীর্ষস্থানীয় নেতা। পদত্যাগকারী দুইজন হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. রিপন ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম ইফতি।

আলাদাভাবে স্বাক্ষরিত দুটি পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন, নবঘোষিত কমিটিতে ২ জন পূর্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং শীর্ষ পদে অছাত্র ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে, যা ছাত্রদলের নীতি ও আদর্শের পরিপন্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, কমিটির পদবণ্টন নিয়ে শুরু থেকেই ভেতরে ভেতরে অসন্তোষ ছিল। অনেক নেতা অভিযোগ করেছেন, এই কমিটির মাধ্যমে প্রকৃত ত্যাগী ও মাঠের কর্মীরা মূল্যায়ন পাননি। কমিটির একাংশ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভেতর নতুন করে বিভক্তি ও আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।