Image description
 

স্পেন এই সপ্তাহে গাজায় ১২ টন খাদ্যপণ্য বিমান থেকে ফেলবে বলে জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলে সাহায্য পাঠানোর একটি বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি গাজায় ইসরায়েলের যুদ্ধকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন, এক সংবাদ সম্মেলনে বলেন যে—এই সাহায্য পাঠানো হবে শুক্রবার, জর্ডান থেকে স্প্যানিশ বিমান বাহিনীর মাধ্যমে।

তিনি বলেন,
“গাজায় দুর্ভিক্ষ মানবতার জন্য লজ্জার বিষয়, এবং এটিকে থামানো নৈতিক দায়িত্ব।”

 

ইসরায়েল যখন গতকাল সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার (“ট্যাকটিকাল পজ”) ঘোষণা দেয়, তখন জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে ত্রাণ পাঠিয়েছে। এখন স্পেনও সেই পদক্ষেপে যুক্ত হচ্ছে।
 

 

 

 

সূত্র: দ্যা গার্ডিয়ান