Image description
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি যে ৫০ দিনের সময় দিয়েছিলেন, তা আরও কমিয়ে আনতে যাচ্ছেন। কারণ, রাশিয়া এখনো ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় ৩০০টিরও বেশি ড্রোন, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দুই সপ্তাহ আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী সেপ্টেম্বরের শুরু পর্যন্ত শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর “গুরুতর শুল্ক” আরোপ করা হবে। তিনি ইউক্রেনের শহরগুলোতে চলমান রুশ বোমাবর্ষণে ক্ষোভ প্রকাশ করে যুদ্ধ থামাতে বারবার আহ্বান জানাচ্ছিলেন।

 

সোমবার ট্রাম্প বলেন, তিনি এখন রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের মধ্যেই (৭ থেকে ৯ আগস্টের মধ্যে) যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলবেন। তিনি জানান, পরিকল্পনার অংশ হিসেবে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধেও সেকেন্ডারি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবারের শেষ ভাগে অথবা মঙ্গলবার আসতে পারে।

 

“অপেক্ষা করে কোনো লাভ নেই,” বলেন ট্রাম্প। “আমরা কোনো অগ্রগতি দেখছি না।”

পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “তাকে একটা চুক্তি করতেই হবে। খুব বেশি মানুষ মারা যাচ্ছে।” এই মন্তব্য তিনি স্কটল্যান্ড সফরের সময় দেন।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প আবারও পুতিনের সমালোচনা করে বলেন, পুতিন শান্তির কথা বললেও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছেন।

“আমি বলেছি, এভাবে হয় না,” বলেন ট্রাম্প। “আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ।”

সংবাদ সম্মেলনে ট্রাম্পকে পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এখন আর কথা বলার তেমন আগ্রহ নেই।”

তবে নিষেধাজ্ঞা আরোপে কিছুটা দ্বিধা প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি রুশ জনগণকে ভালোবাসেন। “আমি রাশিয়ার সঙ্গে এমনটা করতে চাই না,” বলেন ট্রাম্প। তবে তিনি স্বীকার করেন, এই যুদ্ধে রুশ এবং ইউক্রেনিয়ান— উভয় পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন।

ইউক্রেন দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর কাছে পুতিনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক ট্রাম্পের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, “পুতিন কেবল শক্তির ভাষা বোঝে—এটি এবার স্পষ্ট ও জোরালোভাবে জানিয়ে দেওয়া হলো।”

তিনি আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে একমত।

 

তথ্যসূত্র: এপি নিউজ