
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না। নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন।
রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, যারা বাংলাদেশকে দেখেনি, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে- এনসিপি। তারা হলো আমাদের ছেলে নাতিদের বয়সের। এ দলটা আমরা চাই, তারা রাজনীতিতে আসছে রাজনীতি শিখবে ও তাদের দলকে শক্তিশালী করবে এটাই আমরা চাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের প্রতি আমাদের শুভকামনা রইল।
তিনি বলেন, যেসব বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছে তাদের দল অবশ্যই মূল্যায়ন করবে। তজুমদ্দিন উপজেলার দুর্গম চর অঞ্চলের মানুষ খুব কষ্টে আছে। তাদের প্রতি যদি কেউ অন্যায় জুলুম করে থাকে তাহলে তাদের প্রতি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সম্মেলনে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আ ক ন কুদ্দুসুর রহমান সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিএনপি, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ গোলাম নবী আলমগীর, আলহাজ রাইসুল আলম, শফিকুর রহমান কিরন, আলহাজ জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।