
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। আজ রবিবার (২৭ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিগুলো ঘোষণা করা হয়।
বাকি পাঁচটি বিশ্ববিদ্যালয় হল— পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ ও বখতিয়ার আহমেদ সানিফ। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াদুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইরফান উদ্দিন।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন তানজিমুল হক তামিম ও ইরফান চৌধুরী মাহি; ইউএসটিসি ইউনিভার্সিটিতে মো. রিমন চৌধুরী ও তাসরিফ ইবনে সৌরভ; চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে ফয়সাল মাহমুদ চেীধুরী আলি ও আশরাফ শরীফ চৌধুরী এবং চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আরিফুল ইসলাম হৃদয় সভাপতি ও তৌবিন মোহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।