Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নামে ভুয়া একটি নতুন পাঁচ সদস্যের কমিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত একটি দলীয় প্যাডে ছাপানো বিবৃতিতে দাবি করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতৃবৃন্দ সংগঠনের গঠন ও পুনর্গঠন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২০ জুলাই ২০২৫ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে তারেক রহমানের মতবিনিময় হয়। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান কমিটি বিলুপ্ত করে একটি নতুন আংশিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তথাকথিত এই নতুন কমিটিতে যাদের নাম রয়েছে, তারা হলেন— সভাপতি: মো. আমানউল্লাহ আমান; সিনিয়র সহ-সভাপতি: শ্যামল মনুম; সাধারণ সম্পাদক: মো. আবিদুল ইসলাম খান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. খোরশেদ আলম সোহেল; সাংগঠনিক সম্পাদক: ইরফান আহম্মেদ।

তবে এই বিবৃতিকে ভুয়া বলে দাবি করেছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতাকর্মী।

বিবৃতিতে সভাপতি হিসেবে দেখানো হয়েছে মো. আমানউল্লাহ আমানকে। তিনি বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বটবাহিনীর গুজব থেকে সতর্ক থাকুন।’

তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে মো. আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রতিক্রিয়ায় লেখেন, ‘মাঝেমধ্যে বাকরুদ্ধ হই, ভাষা হারিয়ে ফেলি! বটর বাহিনীর সকল ষড়যন্ত্র থেকে মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।’

ছাত্রদলের সংশ্লিষ্ট নেতারা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া কাগজপত্র বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দলীয় কোনো সিদ্ধান্ত বা পুনর্গঠন হলে তা দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও মন্তব্য করেন তারা।