Image description

গ্রিসে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের নাগরিক স্টাভ বেন-সুসান।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরাইলি পর্যটকককেই আটক করেছিল পুলিশ।

গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরাইলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরাইলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরাইল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।

এই ইসরাইলি দখলদার আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। দখলদার দাবি করেছেন, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে। সূত্র: টাইমস অব ইসরাইল