
‘যে দল কর্মীদের সামলাতে পারছে না, তাদের হাতে মানুষের জীবন নিরাপদ নয়’- জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত কি বললো, এটা আমাদের বিষয় না। জামায়াত একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে অপকর্ম করেছিল, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল- তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চাক। তারপর অন্যদলের সমালোচনা করুক। শুক্রবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের তুরাগে নয়ানগর মোল্লাবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তুরাগে নয়ানগর মোল্লাবাড়ি এলাকায় নিহত সারিয়ার বাসায় যান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারা (জামায়াত) আল বদর ও আল শামস বাহিনী তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। সুতরাং জামায়াত কী বললো, এগুলো বিএনপির বিবেচ্য নয়। বিএনপির বিবেচ্য দেশের মানুষের ভোটাধিকার হরণ হয়ে গেছে, সেই ভোটাধিকার ফেরত এনে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। সেই নির্বাচনে জনগণ যাকে চাইবে, তারাই সরকার গঠন করবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু চক্র তো আছে, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারা চায় না গণতন্ত্রের ধারা আবার বাংলাদেশ ফেরত আসুক। তারা এসব ইস্যুকে ইস্যু সৃষ্টি করে নানা রকম সমস্যা তৈরি করবে। আমরা মনে করি, এসব সমস্যা উত্তরণ করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে।
টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানাচ্ছি। যে ফুলগুলো চলে গেছে, সেগুলো তো ফেরত আনা যাবে না। আল্লাহ’র কাছে দোয়া করি, তাদের বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখেন। আর ভবিষ্যতে যাতে এধরনের দুর্ঘটনা আর না ঘটে, সেদিকে সবার সচেতন হওয়া উচিত।
তিনি বলেন, আমরা পরিবারের সঙ্গে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। এই করুন দৃশ্য দেখার মতো নয়, কারো জন্য কাম্য না।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।