
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, এ দেশের মানুষের আস্থা ও বিশ্বাস তারেক রহমানের ওপর রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি মহল উঠে-পড়ে লেগেছে। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
শুক্রবার বিকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও কর্মী সম্মেলন করা হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, ১৯৯৬-২০০১ সালের সংসদ নির্বাচনে কচুয়ার জনগণ বিপুল ভোটে দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর পর আপনাদের উপহার হিসেবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাকে দুর্নীতির মামলা দেওয়ার জন্য নথিপত্র জোগাড় করতে পারেনি। আমি ৩০ বছর যাবত কচুয়ার জনগণের সঙ্গে দুঃখে-সুখে পাশে রয়েছি। আমার কর্মীরা কখনো কোনো অন্যায় কাজ করলে, আমি কঠিন হাতে বিচার করি। ৫ আগস্টের পরে কচুয়ার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল করেছে তাদের কাউকে আমি ছাড় দেব না।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মো. আজিজ উল্যাহ মাস্টার, মো. জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী ও কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।