Image description
 
 

জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা হবিগঞ্জবাসীকে জানাতে এসেছি যে, মুজিববাদ ও ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে আন্দোলন আমরা জুলাই-আগস্টে শুরু করেছিলাম, তা আজও চলমান।"

হবিগঞ্জে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো পূরণ হয়নি। সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে চাঁদাবাজ দখলদারত্বের রাজনীতি ফিরে আসছে আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।”

 

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল, সেই সংহতি আমাদের ধরে রাখতে হবে। তবে এর মানে এই নয় যে চাঁদাবাজির রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম, বাংলাদেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসীকেও বিচারবহির্ভূতভাবে হত্যা করা যাবে না। মতভিন্নতার অধিকার থাকলেও মানবাধিকারের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট।”

নাহিদ ইসলামের এই বক্তব্যে জনসমাগমে উচ্ছ্বাস ও রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যায়। তিনি নাগরিকদের জনগণের পক্ষে ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।