
বগুড়ার শেরপুরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। এ সময় তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন।
সোমবার (২১ জুলাই) দুপুরে শেরপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় সিরাজুল ইসলামকে ১০৭ নম্বর আসামি করা হয়। তিনি শেরুয়া দহপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সিরাজুলকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন, ভাতিজা এবং আরও ২০-২৫ জন নারী-পুরুষ পুলিশকে ঘিরে ফেলে। ধস্তাধস্তি ও মারধরের মাধ্যমে তারা সিরাজুলকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও, ২০২৩ সালের ৮ অক্টোবর একই ধরনের ঘটনায় পুলিশ গ্রেপ্তারকালে হামলার শিকার হয়েছিল। সেই ঘটনায় জড়িত থাকায় একজন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
শীর্ষনিউজ