
ছাত্ররাজনীতির ভেতর থেকে উঠে আসা একজন সাহসী ও সক্রিয় সংগঠক সিবগাতুল্লাহ সিবগা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য,
রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর *এফ-৭ বিজেআই* মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকায় একটি ভবনের ওপর আছড়ে পড়ে—এমনটাই নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।
ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর, এ ঘটনায় সিবগাতুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে দেওয়া একটি মন্তব্যে তিনি লেখেন,
"মানুষের পাশে দাঁড়ান, প্রচুর রক্ত লাগবে।"