
গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। যাদের গ্রেপ্তার করা হচ্চে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলে দাবি তার।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।
গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে।
স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা সব পলাতক। যাদেরকে ধরা হয়েছে এদের অধিকাংশ নিরীহ মানুষ। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণগ্রেপ্তার?
রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ।