Image description

নতুন বাংলাদেশ গড়তে পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

 

 

তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। 

 

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সভামঞ্চে নাহিদ এসব কথা বলেন। 

 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশে আরও ১০টা জেলায় হামলা চালানো হবে কিন্তু আমাদেরকে দমন করা যাবে না। পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। 

 

তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদি ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আরও একটি লড়াই আসছে, আমরা তা মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছি 

 

প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা আমরা নিশ্চিত করব।

 

এ সময় নাহিদ ইসলাম নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও দখলসহ স্থানীয় নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন।