Image description
 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে। গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত না করে ঘরে ফিরব না।

 

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা গোপালগঞ্জকে সন্ত্রাসের আস্তানা বানিয়েছে। সেই আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না।

 

বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের সার্কিট হাউসের সামনে থেকে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। বেলা ২টা ৩৫ মিনিটে জনতা ব্যাংকের মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী নীলিমা দৌলার সভাপতিত্বে এবং সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুব যুগ্ম উইং মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

 

‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে বেলা ৩টা ১৩ মিনিটে পথসভা সমাপ্ত হয়।