Image description

নড়াইলে বাবা-ছেলে ও বগুড়ায় বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া আরও চার স্থানে দুই শিশুসহ পাঁচজনের লাশ পাওয়া গেছে।

নড়াইলে জমি নিয়ে বিরোধ
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর ছেলে নাহিদ শেখ (২৮)। গতকাল বুধবার দুপুরে আয়ুব হোসেনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।

জানা গেছে, জাহাঙ্গীর শেখের সঙ্গে জমি নিয়ে কওছার শেখের বিরোধ ছিল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করেছে। কোনো সমাধান হয়নি। গতকাল জাহাঙ্গীর ও নাহিদ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। খবর পেয়ে প্রতিপক্ষ কওছারের লোকজন দেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। হামলা চালিয়ে জাহাঙ্গীর, নাহিদ ও কৃষি শ্রমিক নয়নকে কোপায়। ঘটনাস্থলে জাহাঙ্গীর মারা যান। স্থানীয় লোকজন আহত নাহিদ ও নয়নকে যথাক্রমে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জড়িত সন্দেহে কবির শেখ ও সোহান শেখকে আটক করা হয়েছে।

বগুড়ায় কারণ অজ্ঞাত
বগুড়া সদরের হরিগাড়ীতে দুর্বৃত্তরা দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– লাইলি খাতুন (৫৫) ও তাঁর পুত্রবধূ হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয়েছে লাইলির ১২ বছরের মেয়ে বন্যা আক্তার। লাইলি সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কয়েক দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে ঢোকে। ঘরে ঢুকে প্রথমে লাইলির গলায় কোপ দেয়। পরে হাবিবার গলায় কোপ দেয়। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রামদা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ হত্যার বিষয় নিশ্চিত করেন।

রাজশাহীতে শিশুকে চুবিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে প্রতিবেশী দুই কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আগলা গ্রামের ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে মো. আবরারের (৬) মরদেহ উদ্ধার করা হয়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ আগলা গ্রামের ডা. শওকত শরীফের ছেলে। হেফাজতে নেওয়া দুই কিশোরীর বয়স ১২ ও ১৩ বছর। 

দুই কিশোরীর বরাত দিয়ে বেলপুকুরিয়া থানার ওসি সুমন কাদরী জানান, আবরারের মা তাদের সঙ্গে ছেলেকে খেলতে নিষেধ করেছিলেন। তাই ক্ষুব্ধ হয়ে তারা আবরারকে হত্যা করে।

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের তিন দিন পর শাহাদাত হোসেন সজীব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কাশিপুর গ্রামের রুহুল আমিন ড্রাইভারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরেক মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

নিহতের স্বজনের অভিযোগ, ওই কিশোর হত্যা করেছে। নিহত সজীব মৃত শওকত আলীর ছেলে ও স্থানীয় কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আটক কিশোর একই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে।

দিনাজপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলার মটিয়ান গ্রামের রাস্তার পাশ থেকে গতকাল সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসাদুল ইসলাম (৩৫) জহুরুল ইসলামের ছেলে।

বিরল থানার ওসি আব্দুল গফুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে নারীর বিক্ষত লাশ
কুমিল্লার দেবিদ্বারে ঝরনা আক্তার (৪৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পৌর এলাকার সাইলচর গ্রামের পূর্বপাড়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝরনা ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, এটি পরিকল্পিত হত্যা।

এদিকে, কুমিল্লায় চোর সন্দেহে জনতার হাতে আটক এক যুকবকে গণপিটুনি দেওয়ার পর আহত হলে হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে মারা যান তিনি। নিহত যুবকের নাম তুহিন। তিনি কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফেনীর দেওয়ানগঞ্জের বাবুল মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

(সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো তথ্য)