Image description

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে একটি ঘটনায় এক যুবককে গুলি করে এবং অন্যটিতে কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনাতেই স্থানীয়রা জড়িতদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

প্রথম ঘটনাটি ঘটে রাত ৮টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিং সোসাইটির বায়তুল মামুর জামে মসজিদের সামনে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে সেখানে একটি সালিশি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে মো. ইব্রাহিম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৈঠকের একপর্যায়ে রুবেল (৩৫) ও সজিব (৩২) নামে দুই ব্যক্তি হঠাৎ পিস্তল বের করে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়েন।

রুবেল ও সজিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায়। সেখানে আল-আমিন ওরফে পাতা আল-আমিন (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, নিহত আল-আমিন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার সোর্স হিসেবে কাজ করতেন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মান্নান নামে একজনকে পুলিশ আটক করে। ওই ঘটনার জের ধরেই মোশারফসহ কয়েকজন মিলে আল-আমিনকে হত্যা করে বলে দাবি পরিবারের। এ ঘটনায় গিট্টু রিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান দুটি হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুটি হত্যাকাণ্ডই পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে সংঘটিত হয়েছে।